
জৈন্তাপুর প্রতিনিধি: সরকারের ভর্তুকি মূল্যে আজ থেকে দেশব্যাপী পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার ৬ টি ইউনিয়নে ৩ জন ডিলারের মাধ্যমে ৭৬০৫ টি পরিবার পাচ্ছে সরকারের এই সুবিধা।
সোমবার (২ সেপ্টেম্বর ) দুপুর ১২ ঘটিকায় চিকনাগুল ইউনিয়নে চিকনাগুল বাজারে ডিলার মোক্তার মিয়ার দোকানে টিসিবি পন্য বিক্রির এই কার্যক্রম শুরু করা হয়। তবে এবার ছাত্রজনতা এই কার্যক্রম তদারকিতে উপস্থিত রয়েছে। ছাত্রজনতার মধ্যে সিয়াম আহমদ জানান স্থানীয় পর্যায়ে ডিলারের বিরুদ্ধে সবসময়ই সরকারের ন্যায্য মূল্যের এই পন্য বিক্রিতে নানা অভিযোগ রয়েছে। আমরা আজ সরজমিন উপস্থিত রয়েছি টিসিবি কার্ড ছাড়া অন্য কোনো ব্যক্তি যাতে পণ্য নিতে না পারে পাশাপাশি একসাথে কয়েকজনের কার্ড নিয়ে এসে কেউ যেনো পণ্য নিতে না পারে এবং ডিলার যাতে কোন অনিয়ম-দুর্নীতির করতে না পারে যদি এমন কোন অভিযোগ পাওয়া যায় সরকারি আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসন কে ব্যবস্থা নিতে আহবান জানাব।
ডিলার মোক্তার মিয়া জানান উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ইউপি সদস্যদের জানিয়ে আমার দায়িত্বে থাকা চিকনাগুল ও দরবস্ত ইউনিয়নের পন্য বিক্রির কার্যক্রম শুরু করেছি আজ চিকনাগুল ইউনিয়নে শুরু হচ্ছে দুই ইউনিয়ন চার দিন পন্য বিক্রি করব। স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক ছাত্রজনার উপস্থিতে পন্য বিক্রি হচ্ছে। এক পরিবারের কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি করবে টিসিবি। এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবুর রহমান, ফখরুল ইসলাম, আব্দুল অধুদ,
ছাত্রজনতার পক্ষ থেকে সিয়াম আহমদ, লিমন,ফয়ছল,আফছর, রাফি প্রমূখ।