সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রযোজক হিসেবে সফলতা পাচ্ছেন আইকে মিউজিক স্টেশনের ইমদাদ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ণ
প্রযোজক হিসেবে সফলতা পাচ্ছেন আইকে মিউজিক স্টেশনের ইমদাদ খান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"cutout_group":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

তৈয়বুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি ::

 

আইকে মিউজিক স্টেশনের প্রযোজক যুক্তরাজ্য প্রবাসী ইমদাদ খান বাংলা গানের জগতে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।পেয়েছেন এটিএন বাংলা বাবিসাসা অ্যাওয়ার্ড। তাঁর প্রযোজিত গানগুলো আইকে মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজের পর আসছে লাখ লাখ ভিউ। দেশের উদীয়মান শিল্পী থেকে শুরু করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানরত কণ্ঠশিল্পীরা তাঁর প্রযোজনায় কাজ করছেন।

 

অন্যদিকে,ইমদাদ খানের প্রযোজনায় আইকে মিউজিক স্টেশনের একক গীতিকার হিসেবে কাজ করছেন মুনসুর সানী। তাঁর লেখা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লার গাওয়া “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের  গান দিয়েই বাজিমাত করেছেন ইমদাদ খান। মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল আইকে মিউজিক স্টেশন থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক,ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে এবং আইকে মিউজিক স্টেশনের মনিটাইজেশন চলে আসে।

 

সাম্প্রতিক ইমদাদখানের প্রযোজনায় সংস্কৃতির রাজধানীখ্যাত সিলেট ও সুনামগঞ্জ নিয়ে মুনসুর সানীর লেখা কিছু গানের ভিজুয়ালাইজেশনের কাজ সমাপ্ত হয়েছে।গানগুলো গেয়েছেন আকাশ মাহমুদ,মহুয়া মুন,বন্যা তালুকদার,খাইরুল ওয়াসী,বাধন মোদক,সাগর বাউল,শিমুল হাসানসহ অনেকেই।সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে।শীঘ্রই গানগুলো আইকে মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাবে।

 

 

 

 

ইমদাদখানের বাড়ি সিলেটের বিশ্বনাথে। তিনি একজন নিবেদিত বাংলা সংগীতপ্রেমী ও প্রযোজক। আইকে মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা হিসেবে ইমদাদখান অল্প সময়ের মধ্যেই সুনাম অর্জন করেছেন এবং বাংলাদেশের নামকরা শিল্পীদের সঙ্গে কাজ করছেন। তাঁর স্বপ্ন চ্যানেলটিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সংগীতেপ্রতিভাবান নতুন কণ্ঠশিল্পীদের জন্য সুযোগ তৈরি করে দেয়া।ভবিষ্যতে গান প্রযোজনার পাশাপাশি বাংলা নাটক ও চলচ্চিত্র প্রযোজনা করার স্বপ্ন রয়েছে তাঁর।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!