সিলেট ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে সাফ জয়ী ফুটবলার পারভেজকে ইউএনওর সংবর্ধনা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪, ০৫:২৪ অপরাহ্ণ
জৈন্তাপুরে সাফ জয়ী ফুটবলার পারভেজকে ইউএনওর সংবর্ধনা

সদ্য সমাপ্ত অনুর্ধ্ব-২০ সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের কৃতি ফুটবলার জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি গ্রামের কৃতি সন্তান পারভেজ আহমেদকে সংবর্ধনা দিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

 

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াই ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দল অনুর্ধ্ব -২০ এর অন্যতম সদস্য কৃতি খেলোয়াড় পারভেজ আহমেদ তার পিতা মো আব্দুর রহমানকে সাথে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া কৃতি ফুটবলার পারভেজের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি পারভেজের উদ্দেশ্যে বলেন সম্প্রতি শেষ হওয়া সাফ অনূর্ধ্ব -২০ জয় এটা বাংলাদেশের জন্য একটি অভাবনীয় সাফল্য। ভবিষ্যতে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই কামনা করেন তিনি।

 

তিনি আরো বলেন পারভেজ শুধু জৈন্তাপুর সিলেট নয় বরং সারা দেশের গর্ব। তার এই সাফল্যে জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশাকরি পারভেজ আহমেদের হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে জৈন্তাপুরে যে পরিচিতি লাভ করেছে তার ধারাবাহিকতা হিসেবে আরো খেলোয়াড় এই উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বের হয়ে আসবে।

 

এ সময় অনুর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার পারভেজ আহমেদ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ তথা বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করে জৈন্তাপুর উপজেলার যাতে মুখ উজ্জ্বল করতে পারে সে জন্য উপজেলাবাসীর নিকট দোয়া চান। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, সাবেক ফুটবল খেলোয়াড় কোচ এনাম আহমদ  সহ উপজেলার ক্রীড়া সংগঠকবৃন্দ।

চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই বৃহস্পতিবার ২৯ আগস্ট বিকেল ৪টা ৪৫ মিনিটে ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছেছে যুবা ফুটবলাররা।

 

 

 

উল্লেখ্য, নেপালের মাটিতে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুবা দল। বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চতুর্থবার এসেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ গ্রহণ করলো মারুফুল হকের শিষ্যরা।

সংবাদটি শেয়ার করুন