
জৈন্তাপুর প্রতিনিধি:
ফাগুনের শেষ সময়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বয়ে গেছে ঝড়ো হাওয়া ও প্রচণ্ড শিলাবৃষ্টি। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে পশ্চিম আকাশে মেঘের গর্জন শুরু হয়। এরপর রাত ৯টা থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষেতেও নেমে আসে বিপর্যয়।
জৈন্তাপুর উপজেলার ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নসহ আশপাশের বেশ কিছু এলাকায় এই শিলাবৃষ্টির ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার কিছু অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শিলার আঘাতে বহু পরিবারের টিনের চাল ফুটো হয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। ভাটপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, “আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে, এখন বাইরে বৃষ্টি পড়ার আগেই ঘরের ভেতরে পানি পড়বে। শুধু আমি নই, আমার এলাকার অনেকেই একই সমস্যায় পড়েছেন। শিলাবৃষ্টিতে আমাদের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।”
শিলাবৃষ্টির ফলে বোরো ধান, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলো সহায়তার আশায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Channel Jainta News 24 























