ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তিন ভাইকে কুপিয়ে হত্যা

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৬

অনলাইন ডেস্ক:: মাদারীপুরে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে মারা যান আরও একজন।

শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে নিহত দুই ভাইয়ের বসতঘরেও ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

 

ঘটনাস্থলে নিহত ওই দুই ভাই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আজিবর সরদারের ছেলে আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫) ও সাইফুল ইসলাম (৩০)। অপরজন পলাশ সরদার (১৭)।

 

নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজন পলাশ সরদার (১৭), তাজেল হাওলাদার (১৮) ও অলিল সরদারকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পলাশ সরদার নিহত হন। আহত তিনজনের মধ্যে অলিল সরদার নিহত দুজনের বড় ভাই।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝখানে ড্রেজারের বালু তোলার পাইপ নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরেই শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে নিহত সাইফুল ও তার আরও দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে ঢুকে আশ্রয় নেয়। পরে হামলাকারীরা মসজিদের মধ্যে প্রবেশ করে তিন ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হয় আরও দুজন। পরে হামলাকারীরা আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতাউল ও সাইফুলের লাশ উদ্ধার করে দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, সাইফুলের আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এরই জেরে ওই ব্যবসায়ীরা ও এলাকা আধিপত্য বিস্তারকারী লোকজন এক হয়ে তাদের ওপর হামলা করে। তারা তিন ভাই নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ির পাশেই একটি মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলাকারীরা তাদের কুপিয়ে জখম করে।

 

তিনি আরোও বলেন, ঘটনাস্থলে সাইফুল ও ভাই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তিন ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
১৬

অনলাইন ডেস্ক:: মাদারীপুরে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে মারা যান আরও একজন।

শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে নিহত দুই ভাইয়ের বসতঘরেও ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

 

ঘটনাস্থলে নিহত ওই দুই ভাই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আজিবর সরদারের ছেলে আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫) ও সাইফুল ইসলাম (৩০)। অপরজন পলাশ সরদার (১৭)।

 

নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজন পলাশ সরদার (১৭), তাজেল হাওলাদার (১৮) ও অলিল সরদারকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পলাশ সরদার নিহত হন। আহত তিনজনের মধ্যে অলিল সরদার নিহত দুজনের বড় ভাই।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝখানে ড্রেজারের বালু তোলার পাইপ নিয়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরেই শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে নিহত সাইফুল ও তার আরও দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে ঢুকে আশ্রয় নেয়। পরে হামলাকারীরা মসজিদের মধ্যে প্রবেশ করে তিন ভাইকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে এলে হামলায় আহত হয় আরও দুজন। পরে হামলাকারীরা আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতাউল ও সাইফুলের লাশ উদ্ধার করে দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, সাইফুলের আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এরই জেরে ওই ব্যবসায়ীরা ও এলাকা আধিপত্য বিস্তারকারী লোকজন এক হয়ে তাদের ওপর হামলা করে। তারা তিন ভাই নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ির পাশেই একটি মসজিদে আশ্রয় নিলে সেখানে গিয়ে হামলাকারীরা তাদের কুপিয়ে জখম করে।

 

তিনি আরোও বলেন, ঘটনাস্থলে সাইফুল ও ভাই নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।