সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৪:৫০ অপরাহ্ণ
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

 

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপ‌জেলা জুড়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। এ সি‌ন্ডি‌কেট চত্রেুর বিরু‌দ্ধে উপ‌জেলা প্রশাস‌নের উদ্দ্যো‌গে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে দুই লাখ টাকা জরিমানা, ৩জন অসাধু ব‌্যবসা‌য়ি‌কে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (০৪ মার্চ) বিকা‌লে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম । এসময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ বাজারের সয়া‌বিন তেল ডিলার উসমান স্টোরের মালিক মো. উসমানী আলীকে ১ লাখ ১০ হাজার, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারী আখতার হুসেনকে ৩০হাজার, মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদ ৩০ হাজার টাকাসহ তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে মালাম‌াল সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ নতুন বাজার, ট্রা‌ফিক প‌য়েন্ট বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ৭০হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন