সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আজ তোমার জন্মদিন, উপহারে ভরেছে ট্যাবল-শরিফুল ইসলাম আকন্দ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ণ
আজ তোমার জন্মদিন, উপহারে ভরেছে ট্যাবল-শরিফুল ইসলাম আকন্দ

মধুরময় এ দিনে গগন মাঝারে তোমার আগমন

সেদিন অঝরে কেঁদেছিলে তুমি মেলেই দু’নয়ন।

তোমার কাঁদনে হয়নি কারোই ভারাক্রান্ত মন

তোমার এ আওয়াজে খুশি সকল আপনজন

তুমি নতুন অতিথী আমাদের মানিক রতন।

 

আজ তোমার জন্মদিন, উপহারে ভরেছে ট্যাবল

তোমার মুখে হাসি সবার মুখে হাসি করছে হট্টগোল।

সংবাদটি শেয়ার করুন