সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ডিসির মহতী উদ্যোগে “মানুষের আস্থা”

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে ডিসির মহতী উদ্যোগে “মানুষের আস্থা”

সুনামগঞ্জ:

ন্যায্যমূল্যে, দৈনন্দিন পণ্যে, মানুষের আস্থা- এর শুভ উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম ও সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া যৌথভাবে এর শুভ উদ্বোধন করেছেন। জেলা শহরের পুরাতন কারাগার ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন হয় “মানুষের আস্থা”-এর।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও পৌর প্রশাসক সমর কুমার পাল, পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

জেলা প্রশাসন পরিচালিত “মানুষের আস্থা”- ন্যায্যমূল্যে দৈনন্দিন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন সর্বস্তরের মানুষ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতের পরপর ক্রেতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পবিত্র রমজানকে সামনে রেখে জেলা প্রশাসনের মহতী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সর্বস্তরের মানুষ। উচ্ছ্বসিত কন্ঠে অনেকেই জেলা প্রশাসকের এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য ব্যতিক্রমী এ উদ্যোগ চলমান থাকবে সবসময়।

সংবাদটি শেয়ার করুন