সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র কমিটি গঠন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ
ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র কমিটি গঠন

ছাতকে একতা শিল্পী গোষ্ঠী’র কমিটি গঠন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন একতা শিল্পী গোষ্ঠী’র ২০২৫ সেসনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে স্হানীয় মিলনায়তনে সংগঠনের উপদেষ্টা পরিষদের পরামর্শ অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির পরিচালক হিসেবে মাহমুদুল হাসান মিছবাহ, সহকারী পরিচালক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান মাছরুর, অর্থ সম্পাদক এমরান হাসান, প্রচার সম্পাদক এম কাউছার আহমদ, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ কে দায়িত্ব দেয়া হয়েছে। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান উপদেষ্টা তানভীর আহমদ জাকির নতুন কমিটির সকলের উদ্দেশ্যে বলেন, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সংগঠন একতা শিল্পী গোষ্ঠী’র নতুন নেতৃত্বে এগিয়ে যাবে। আশা রাখি নিজেদের যোগ্যতাকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রাখবেন। আপনাদের দায়িত্ব পালন যেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থতার ও দক্ষতার সহীত দায়িত্ব পালন করার তাওফিক দিক।

সংবাদটি শেয়ার করুন