ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেশি বাড় বাড়া ভালো না: আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আ স ম ফিরোজ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৫:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ আগস্ট ২০২৪
  • ৯ পড়া হয়েছে
১৭

ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জিয়াউল আহসান, আ স ম ফিরোজকে আদালতে তোলা হলে বিএনপিপন্থি আইনজীবীরা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশ করে বলেন, এত বেশি বার বাড়া ভালো না। তখন আইনজীবীরা আবারও বিক্ষোভ শুরু করেন।

 

শনিবার (২৪ আগস্ট) ঘটে। একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী বিক্ষুদ্ধ আইনজীবীদের শান্ত করার চেষ্টা করেন। পরে আসামিদের উদ্দেশ করে ফারুকী বলেন, আপনারা এখানে বেশি ভাব দেখাবেন না। এখানে আপনারা একিউজড এর মতো থাকেন। কারণ, আপনারা ভাব দেখালে আইনজীবীরা আরও বিক্ষুব্ধ হয়ে পড়বে। এ সময় বাকি আসামিরা ডকে চুপ করে দাঁড়িয়ে ছিলেন।

 

ফারাক্কা বাঁধের গেট খোলা প্রসঙ্গে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পরে সন্ধ্যায় আ স ম ফিরোজকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯২ জনকে মামলায় আসামি করা হয়।

 

মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল ভাটারা থানার ১০০ ফিট রোডের ফরাজী হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে সরকারি নির্দেশনায় গুলিবর্ষণ করলে আমার ছেলে সোহাগ মিয়ার (১৬) বাম কানের মধ্যে লেগে মাথার পেছন দিয়ে গুলিটি বেড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে এ মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়।

 

আ স ম ফিরোজ তিনটি বিতর্কিত নির্বাচনসহ আটবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।

 

বাংলাদেশ জার্নাল

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

বেশি বাড় বাড়া ভালো না: আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের আ স ম ফিরোজ

প্রকাশিত: ০৫:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ আগস্ট ২০২৪
১৭

ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জিয়াউল আহসান, আ স ম ফিরোজকে আদালতে তোলা হলে বিএনপিপন্থি আইনজীবীরা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশ করে বলেন, এত বেশি বার বাড়া ভালো না। তখন আইনজীবীরা আবারও বিক্ষোভ শুরু করেন।

 

শনিবার (২৪ আগস্ট) ঘটে। একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী বিক্ষুদ্ধ আইনজীবীদের শান্ত করার চেষ্টা করেন। পরে আসামিদের উদ্দেশ করে ফারুকী বলেন, আপনারা এখানে বেশি ভাব দেখাবেন না। এখানে আপনারা একিউজড এর মতো থাকেন। কারণ, আপনারা ভাব দেখালে আইনজীবীরা আরও বিক্ষুব্ধ হয়ে পড়বে। এ সময় বাকি আসামিরা ডকে চুপ করে দাঁড়িয়ে ছিলেন।

 

ফারাক্কা বাঁধের গেট খোলা প্রসঙ্গে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পরে সন্ধ্যায় আ স ম ফিরোজকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯২ জনকে মামলায় আসামি করা হয়।

 

মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল ভাটারা থানার ১০০ ফিট রোডের ফরাজী হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে সরকারি নির্দেশনায় গুলিবর্ষণ করলে আমার ছেলে সোহাগ মিয়ার (১৬) বাম কানের মধ্যে লেগে মাথার পেছন দিয়ে গুলিটি বেড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে এ মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়।

 

আ স ম ফিরোজ তিনটি বিতর্কিত নির্বাচনসহ আটবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।

 

বাংলাদেশ জার্নাল