ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গীতিকার হিসেবে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের মুনসুর সানী 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
২০

তৈয়বুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি :

সময়ের ব্যস্ততম গীতিকার মুনসুর সানী পেলেন “এটিএন বাংলা বাবিবাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪”। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজিত জমকালো এই বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মুনসুর সানীর পক্ষে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গীতিকারের আত্নীয় পুলিশ সদস্য আলমগীর হোসেন।দেশের বাইরে থাকায় মুনসুর সানী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

 

সাম্প্রতিক যুক্তরাজ্য প্রবাসী  IK Music Station এর কর্ণধার ইমদাদ খানের প্রযোজনায় একক গীতিকার হিসেবে মুনসুর সানী দারুণ কিছু গান লিখেছেন এবং সেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।IK Music Sation এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের একটি  গানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড  পেয়েছেন।গানটিতে সংগীতায়োজন করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সময়ের সেরা সংগীতায়োজক ও কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লা। মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল IK Music Station থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক,ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে।

 

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে গীতিকার মুনসুর সানী বলেন, অনেক গান লিখেছি কিন্তু এই গানটি স্পেশাল কিছু ছিল বলেই এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড লাভ করেছি।গীতিকার হিসেবে একটি জাতীয় চ্যানেলের স্বীকৃতি আমার জন্য একটি মাইলস্টোন।সামনে অনেক কাজ।ইমদাদ খান ভাই আমার গান গুলো প্রযোজনা করছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়ে দেশের মানুষের স্বীকৃতি বড় বিষয়। দেশের মানুষ  আমার গান পছন্দ করেন এটাই আমার সবচে বড় অ্যাওয়ার্ড।

 

উল্লেখ্য,গীতিকার মুনসুর সানীর বাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সুজাতপুর গ্রামে। জীবনের প্রয়োজনে তিনি ইতালী বসবাস করেন।বাংলা সংগীত জগৎকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশের বাইরে থেকেও ঢাকার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বাংলা গান নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

Follow for More!

গীতিকার হিসেবে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের মুনসুর সানী 

প্রকাশিত: ০৪:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
২০

তৈয়বুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি :

সময়ের ব্যস্ততম গীতিকার মুনসুর সানী পেলেন “এটিএন বাংলা বাবিবাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪”। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজিত জমকালো এই বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মুনসুর সানীর পক্ষে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন গীতিকারের আত্নীয় পুলিশ সদস্য আলমগীর হোসেন।দেশের বাইরে থাকায় মুনসুর সানী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

 

সাম্প্রতিক যুক্তরাজ্য প্রবাসী  IK Music Station এর কর্ণধার ইমদাদ খানের প্রযোজনায় একক গীতিকার হিসেবে মুনসুর সানী দারুণ কিছু গান লিখেছেন এবং সেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।IK Music Sation এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত “সেই যাদুটা আমারে শিখাও” শিরোনামের একটি  গানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড  পেয়েছেন।গানটিতে সংগীতায়োজন করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সময়ের সেরা সংগীতায়োজক ও কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লায়লা। মুক্তির কয়েকদিনের মাথায় মাত্র ৮০ টি সাবস্ক্রাইবার সম্পন্ন ইউটিউব চ্যানেল IK Music Station থেকে গানটি মিলয়ন ভিউ অতিক্রম করার পাশাপাশি ফেসবুক,ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয় হয়ে উঠে।

 

অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে গীতিকার মুনসুর সানী বলেন, অনেক গান লিখেছি কিন্তু এই গানটি স্পেশাল কিছু ছিল বলেই এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড লাভ করেছি।গীতিকার হিসেবে একটি জাতীয় চ্যানেলের স্বীকৃতি আমার জন্য একটি মাইলস্টোন।সামনে অনেক কাজ।ইমদাদ খান ভাই আমার গান গুলো প্রযোজনা করছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।প্রাতিষ্ঠানিক স্বীকৃতির চেয়ে দেশের মানুষের স্বীকৃতি বড় বিষয়। দেশের মানুষ  আমার গান পছন্দ করেন এটাই আমার সবচে বড় অ্যাওয়ার্ড।

 

উল্লেখ্য,গীতিকার মুনসুর সানীর বাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সুজাতপুর গ্রামে। জীবনের প্রয়োজনে তিনি ইতালী বসবাস করেন।বাংলা সংগীত জগৎকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশের বাইরে থেকেও ঢাকার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বাংলা গান নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।