
এম এম সামছুল ইসলাম : মৌলভীবাজার জেলার জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির পক্ষ থেকে পৃথক ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহপুর বাজারে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুএধর, মৌলভীবাজার জেলা বিএনপি সহ সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, সহকারী কমিশনার( ভূমি) সানজিদা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মিজানুর রহমান জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, প্রধান শিক্ষক ইসহাক আলী প্রমুখ।