সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

বড়লেখায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ণ
বড়লেখায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ডে দন্ডিত ফয়জুল হক উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় সেনাবাহিনী ও বড়লেখা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা গণহারে অবৈধভাবে টিলা কর্তন ও ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ ও সেনাবাহিনী নিয়ে নিয়ে দক্ষিণ মুছেগুল এলাকায় অভিযান চালান। এসময় অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ফয়জুল হক নামক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেন।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এ বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন