সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে জমকালো আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
শান্তিগঞ্জে জমকালো আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

 

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমকালো আয়োজনে দেবী আরাধনা, পুষ্পাঞ্জলি, যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত পূজা মন্ডপে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী অসংখ্য শিক্ষক- শিক্ষার্থী।

 

এরপর পূজামণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সোনালী ব্যাংক শান্তিগঞ্জ শাখার ম্যানেজার মিজানুর রহমান, সরস্বতী পূজা কমিটির সভাপতি মানিক লাল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সজীব চন্দ্র দাস, শিক্ষক রুমা চক্রবর্তী, আশিষ কুমার চক্রবর্তী, সঞ্জয় কুমার তালুকদার, নাড়ু গোপালসহ আরও অনেকে।

 

শুধু তেঘরিয়াতেই নয় উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন