সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ৪৮ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ করলো বিজিবি

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০৫:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে ৪৮ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ করলো বিজিবি

ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ৪৮ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে বৃহস্পতিবার ভোররাতে থেকে সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ পাথরকোয়ারি সিলেটের সংগ্রাম,বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট, কালাইরাগ বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।

গবাদিপশু (গরু), চিনি, চকলেট, আইবল ক্যান্ডি, সাবান, ভারতের মেঘালয়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, অবৈধভাবে পাথর উক্তোলনকালে দেশীয় তৈরী কাঠের নেীকা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৭ লাখ ৭০ হাজার ৭০০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন