
জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি:: সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ১১ জন কর্মকর্তা,কর্মচারীগণের অবসর- উত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মহাব্যবস্থাপক ( হিসেব ও অর্থ) পান্না লাল ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ: মোঃ রেজাউল ইসলাম।
এতে বিদায়ী ব্যক্তিগণের অনুভূতি শুনেন।এবং তাদের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন অতিথি গণ।
অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক উপ-মহাব্যবস্থাপক , কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক, অবসর নেওয়া কর্মকর্তা কর্মচারী- মফিজুর রহমান চৌধুরী, প্রাক্তন মহাব্যবস্থাপক কোম্পানি সচিব। মোঃ সাইফুল্লাহ প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক সার্ভিসেস এন্ড ট্রান্সপোর্ট। খন্ধকার জোনায়েদ হোসেন,প্রাক্তন উপ-ব্যবস্থাপক( নিরীক্ষা)।
ফখরুল ইসলাম প্রাক্তন ব্যবস্থাপক (এমআইএস,বাজেট এন্ড, বাজেটরী কন্ট্রোল )।
এমারত হোসেন, প্রক্তন ব্যবস্থাপক ( রক্ষণাবেক্ষণ) হরিপুর গ্যাস ফিল্ড, অপারেশন ডিভিশন। জাফর আলী, প্রাক্তন উৎপাদন সুপারভাইজার রক্ষণাবেক্ষণ ডিপার্টমেন্ট, টিএস ডিভিশন । সাইদুর রহমান প্রাক্তন ফোরম্যান রক্ষণাবেক্ষণ ডিপার্টমেন্ট, টিএস ডিভিশন। রাজ কান্ত সিংহ, প্রাক্তন ট্রান্সপোর্ট সুপারভাইজার প্রশাসন ডিভিশন। আব্দুল মালিক, প্রাক্তন ট্রান্সপোর্ট সুপারভাইজার কেটিএল ৮নং কূপ খনন প্রকল্প। মোশাররফ হোসেন প্রাক্তন কন্ট্রাকশন সুপারভাইজার ( পিএনডি ডিভিশন । আশরাফ উদ্দিন কামাল, প্রাক্তন প্লান্ট অপারেটর হরিপুর গ্যাস ফিল্ড অপারেশন ডিভিশন’কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
Channel Jainta News 24 






















