
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে জৈন্তাপুর উপজেলা থেকে স্থান পেয়েছেন দুইজন। রাজনৈতিক পদচারণায় তাদের রয়েছে নানা অর্জন।
অনুমোদিত জেলা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া,ও আলতাফ হোসেন বিলাল মনোনীত হয়েছেন।
উল্লেখ্য:: জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই কমিটি অনুমোদন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। রোববার( ৫ জানুয়ারি) জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।