
তাহিরপুর নাগরিক পরিষদ, সিলেট-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত শুক্রবার (৩ জানুয়ারি) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে তাহিরপুর নাগরিক পরিষদের মানবকল্যাণে অনন্য ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তাহিরপুর নাগরিক পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, যেখানে প্রতিটি সদস্য সেবার মনোভাব নিয়ে কাজ করেন। শিক্ষা, সেবা, ও মানবতার প্রচারে এই সংগঠন যে অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় পরিষদের উদ্যোগগুলো আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহিরপুর নাগরিক পরিষদ তাদের কার্যক্রমের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজে উন্নয়ন সাধনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক এনাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সমাজের অসঙ্গতিগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করে। এক্ষেত্রে তাহিরপুর নাগরিক পরিষদ তাদের ভূমিকা অত্যন্ত সুনামের সাথে পালন করছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন ও সহ-সভাপতি রফিক উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আনিসুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই মাস্টার, আলহাজ্ব এমদাদুল হক তালুকদার, রেজাউল আলম তালুকদার ও মা. তাওয়াবুর রহমান চৌধুরী বাবলু, সহ-সভাপতি রাজন পাল, মো. আঙ্গুর মিয়া ও মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলীমান আখন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আহমদ মনির ও মো. রুবেল মিয়া, অর্থ সম্পাদক মো. সুজন আহমদ, সহ-অর্থ সম্পাদক মো. তাজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. আব্দুল বাছিত, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম খান, কার্যনির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন প্রমুখ।
Channel Jainta News 24 




















