
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জর সীমান্তবর্তী ৫টি বিওপি এলাকায় রবিবার (৫ জানুয়ারি) রাত ১টা থেকে সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ,চিনি,গরু,কয়লা,ফুসকা ও কমলা জব্দ করা হয়েছে ।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৪০ বস্তা চিনি, মাটিরাবন বিওপি কর্তৃক ১টি গরু, ছাড়াগাঁও বিওপি কর্তৃক ৩৪৬ বোতল ভারতীয় মদ,বনগাঁও বিওপি কর্তৃক ১১ বোতল ভারতীয় মদ, ট্যাকেরঘাট বিওপি কর্তৃক ১ হাজার কেজি কয়লা,পেকপাড়া বিওপি কর্তৃক ৪টি গরু, লাউড়েরগড় বিওপি কর্তৃক ৩৫০ কেজি ফুসকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ২৯৫০ চিনি ও ৩০০ কেজি কমলা এবং একটি পিকাপ,মাছিমপুর বিওপি কর্তৃক ৮৫০ চিনি আটক করা হয়। যার আনুমানিক সিজার মুল্য মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির আরও জানান, জব্দ কৃত ভারতীয় বিভিন্ন মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির কড়া তৎপরতা অব্যাহত রয়েছে।
Channel Jainta News 24 























