সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মোরেলগঞ্জে বই উৎসবে প্রাথমিকের দুই শ্রেণীর শিক্ষার্থীরা পেলেন নতুন পাঠ্যবই

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
মোরেলগঞ্জে বই উৎসবে প্রাথমিকের দুই শ্রেণীর শিক্ষার্থীরা পেলেন নতুন পাঠ্যবই

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে ১ জানুয়ারী বই উৎসবকে ঘিরে ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪২টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম ও ২য় শ্রেনীর সাড়ে ১৩ হাজার শিশু শিক্ষার্থীরা পেলেন বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে নতুন পাঠ্যবই। বাকি তৃতীয় ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে এখন পৌছাইনি বই। অনুরুপ, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংযুক্ত এবতেদায়ী, কারিগরি ও স্বতন্ত্র এবতেদায়ী শাখার কোন শ্রেনীরই পাঠ্যবই পায়নি শিক্ষার্থীরা।

 

বুধবার (১ জানুয়ারি)  বেলা ১২টার দিকে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম। বই বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সহকারি শিক্ষা অফিসার শারমিন খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশীদ প্রমুখ। উদ্ধোধন শেষে প্রধান অতিথি প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

 

এবিষয়ে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান বলেন, নতুন বছরের শুরুতেই বই উৎসবে এবারে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর বাংলা, ইংরেজি ও গনিত বিষয়ে ৪০ হাজার ২৯৩ কপি শতভাগ পাঠ্য বই পেয়ে বিদ্যালয়গুলোতে একযোগে বিতরণ করা হচ্ছে। বাকি ৩ শ্রেনীর নতুন পাঠ্য বই আসা মাত্র বিতরণ করা হবে।

 

মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম সাইফুল আলম বলেন, ২০২৫ সালের মাধ্যমিক স্তরের কোন শ্রেনিরই নতুন পাঠ্য বই না আসার কারনে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের বই উৎসবের বিষয়ে কোন নির্দেশনা ছিলোনা। নতুন বই পাওয়া মাত্রই মাদ্রাসা ও স্কুল পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পৌছে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন