সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় ২১৫টি ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫, ০৪:২৮ অপরাহ্ণ
ধর্মপাশায় ২১৫টি ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাই নদীর ঘাট  ও গোলকপুর বাজারে বুধবার (১জানুয়ারি) রাতে অভিযান চালিয়া গাঁজা ও ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  ধর্মপাশা থানা পুলিশ।

 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাই নদীর ঘাট থেকে পলিথিনে মুড়ানো ৩০ পুড়িয়া গাঁজাসহ উপজেলার ইসলামপুর গ্রামের মাদক ব্যবসায়ী আলামিন (৪০)কে এবং উপজেলার গোলকবাজারের একটি মনোহারী দোকান থেকে ২১৫টি ইয়াবাবড়ি সহ একই গ্রামের আল মামুন (২৪)কে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মাদক বেচা কেনা করছি*লেন। বুধবার (১জানুয়ারি) রাত আটটা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত এই মাদক*বিরোধী অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদক*দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। ওই দুইজন মাদক*ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন