সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যমুনায় প্রথম সভায় বসেছেন উপদেষ্টারা

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
যমুনায় প্রথম সভায় বসেছেন উপদেষ্টারা

অনলাইন ডেস্ক: গতকাল বৃহস্পতিবার নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ উপদেষ্টা।

 

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম মিটিংয়ে বসেছেন তারা। সঙ্গে আছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব আলম। পরবর্তীতে যোগ দেন পুলিশের আইজিপি। শপথ নেননি যে তিন উপদেষ্টা তারা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সকাল সাড়ে ১১টার দিকে যমুনা প্রবেশ করেন। এরপর আসেন অন্য উপদেষ্টারা।

 

পুলিশের সদ্য নিযুক্ত আইজিপি ঢোকেন ২টা ১৫ মিনিটে।

 

এর কিছুক্ষণ পর র‍্যাবের একটি গাড়ি প্রবেশ করে। সেটিতে র‍্যাব প্রধান আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এই মিটিংয়ে দফতর বণ্টন সংক্রান্ত আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আর কী বিষয়ে আলোচনা হচ্ছে অতিথি ভবনের গেটে বসে থাকা স্টাফরা জানাতে পারেননি।

 

এর আগে, সকালে জাতীয় স্মৃতিসৌধ ও শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদ্য নিযুক্ত উপদেষ্টা পরিষদ।

সংবাদটি শেয়ার করুন