সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে বিজিবির অভিযানে দুইদিনে ১ কোটি ১৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ 

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ণ
সিলেটে বিজিবির অভিযানে দুইদিনে ১ কোটি ১৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ 

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি:: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় দুইদিনের অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

 

 

 

শুক্র ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, শ্রীপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ জব্দ করে।

 

 

 

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- ১ কোটি ১৩ লক্ষ ১ হাজার ৮৮০ টাকা।

 

 

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন