ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় কুড়ালের কোপে বাবা হত্যায় সেই ছেলে গ্রেফতার

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১২ পড়া হয়েছে
২৩

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় বৃদ্ধ বাবা মামুন মিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করে প্রায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ঘাতক ছেলে নোমান আহমদের (২৬)। অবশেষে র‌্যাবের অভিযানে বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বাবা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমানকে বৃহস্পতিবার বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। নোমান আহমদ বড়লেখা উপজেলার কলাজুরা পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত মামুন মিয়ার দ্বিতীয় ছেলে নোমান আহমদের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহর দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ লাখ টাকায়ও বিয়েতে কেন রাজি হননি এরজেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে ২৪ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায়। একপর্যায়ে সে কুড়াল দিয়ে বৃদ্ধ বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করলে তার মৃত্যু ঘটে। ঘটনার পরই ঘাতক নোমান আহমদ পালিয়ে যায়।

এদিকে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-১১, সিপিসি-২ এর যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার বড়লেখা থানায় হস্তান্তর করে।

শুক্রবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমান আহমদকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বাইরে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে- ডা. শামীমুর রহমান

Follow for More!

বড়লেখায় কুড়ালের কোপে বাবা হত্যায় সেই ছেলে গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
২৩

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় বৃদ্ধ বাবা মামুন মিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করে প্রায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ঘাতক ছেলে নোমান আহমদের (২৬)। অবশেষে র‌্যাবের অভিযানে বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বাবা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমানকে বৃহস্পতিবার বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। নোমান আহমদ বড়লেখা উপজেলার কলাজুরা পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত মামুন মিয়ার দ্বিতীয় ছেলে নোমান আহমদের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহর দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ লাখ টাকায়ও বিয়েতে কেন রাজি হননি এরজেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে ২৪ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমণ চালায়। একপর্যায়ে সে কুড়াল দিয়ে বৃদ্ধ বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করলে তার মৃত্যু ঘটে। ঘটনার পরই ঘাতক নোমান আহমদ পালিয়ে যায়।

এদিকে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-১১, সিপিসি-২ এর যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার বড়লেখা থানায় হস্তান্তর করে।

শুক্রবার দুপুরে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান, চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমান আহমদকে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।