সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান  

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ণ
জুড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান  

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ (মন্টু), উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, ঢাকা মহানগর উত্তরের শেরে বাংলা নগর থানা জামায়াতে ইসলামীর আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তারেক মিয়া, হৃদয় আহমেদ, আমির হামজা প্রমুখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন ও তাঁদের পরিবারের সদস্য, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন