
জৈন্তাপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস অগাস্ট উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি শোক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন বাজার এলাকায় পথসভায় শেষ হয়।
এসময়ে উপস্থিত ছিলেন,জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ,সাধারণ সম্পাদক শওকত আলী,উপজেলা যুবলীগের , যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, শাহীন আহমদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, বুরহান আহমেদ, সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, শোকের মাসে ষড়যন্ত্রকারীরা দেশে নাশকতা সৃষ্টি করতে পারে। তাদের ব্যাপারে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।