
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের বাসিন্দা প্রবীণ মুরব্বি অত্র এলাকার সামাজিক ব্যক্তিত্ব সিলেট গ্যাস ফিল্ড লিঃ (সিবিএ) এর সাবেক সভাপতি হাজী হাসিম মার্কেটের স্বাত্বাধিকারী হাজী আব্দুল হাসিম বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ২টায় চিকনাগুল তফসিল অফিস সংলগ্ন মাঠে হাজারো মানুষের উপস্থিতে শেষ শ্রদ্ধা ভালোবাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কামাল আহমদ, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, আমিনুর রশিদ, কামরুজ্জামান চৌধুরী, দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা (ডিজিএম) আনিসুর রহমান, বিশিষ্ট মুরব্বি মাওলানা মুহিবুর রহমান, আলী আহমদ, হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ,ইউপি সদস্য মছদ্দর আলী, ফখরুল ইসলাম প্রমূখ।

নেতৃবৃন্দ নিহতের রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারে পক্ষে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন নিহতের ছোট ছেলে লন্ডন প্রবাসী জাকির আলম মুন্না।