
ডেস্ক নিউজ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তবর্তী বাটরা গ্রামের মৃত শামস উদ্দিনের ছেলে। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিএসএফ লাশটি বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিজিবি সূত্র জানায়, নিহত আশরাফ উদ্দিন সীমান্তের ওপারে জ্বালানি কাঠ আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি ও স্থানীয়সূত্র জানায়, আশরাফ উদ্দিন প্রায়ই সীমান্তের ওপর থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করেন। গত মঙ্গলবার সকালে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে আশরাফের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে বিকালে লাশটি গ্রহণ করে বিজিবি।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।