
ডেস্ক নিউজ:: সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার ও বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিজিবি সিলেট সেক্টরের অধীনে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এলাকায় পৃথক আভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ হাজার কেজি চিনির গুড়া, তিন হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি তালমিছরি, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা, ৭২টি কাতান শাড়ি, ৯টি কম্বল এবং চোরাচালানে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়।
এর আগে ১ ও ৩ ডিসেম্বর পরিচালিত অভিযানে ছয় হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬টি কাশ্মিরি রুমাল, ১৬০ কেজি চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। সীমান্তের সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান চলছে।’
জব্দ মালামালের সুষ্ঠু নিষ্পত্তি করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।