সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিলিগুড়ির রংপোতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৬ জন নিহত 

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ণ
শিলিগুড়ির রংপোতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৬ জন নিহত 

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার ( ৩০ নভেম্বর ) দুপুরে রংপোতে অটল সেতুর কাছে খাদে উল্টে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। শিলিগুড়ি থেকে গ‍্যাংটকের দিকে যাচ্ছিল বাসটি। পাহাড়ি পথে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। জানা যায়, ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক পর্যটক সহ ৬ জনের। মৃতদের মধ‍্যে একজন মহিলা ও রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আহতদের উদ্ধার করে সিংতাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ‍্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কালিম্পংয়ের জেলা পুলিশ সুপার শ্রীহরি পান্ডা বলেন, ৬ জনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে ও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন