
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের বড় ভাই দিলোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বুধবার (২ মার্চ) বলেন, ছাত্রদল সভাপতি সুমনের বড় ভাই টুকেরবাজার এলাকার সকলের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। পরোপকারী ও পরহেযগার ব্যক্তি হিসেবে তিনি সদা মানুষের কল্যানে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন শুভাকাংখীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
শোক প্রকাশ করেন- সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্স চৌধুরী তারেক, জেলা যুবদলের সমস্য সচিব মকসুদ আহমদ।
বিজ্ঞপ্তি