সিলেট ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৫:৫০ অপরাহ্ণ
দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামছুন্নাহারের তিন বোন এবং বোনজামাই আহত হয়েছেন।

 

পুলিশ জানায়, সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুই পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা এবং বোনজামাই রাজিব মিয়া আহত হন। তাদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বললেন, একটি কদম গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ওখানে গেছে। নিহত শামছুন্নাহারের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন