সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০৪:০৯ অপরাহ্ণ
ছাতকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম

ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তাফা মুন্নার বদলি। সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের কাছে।

মো. গোলাম মোস্তাফা মুন্না আগামী মঙ্গলবার(১২ নভেম্বর)  সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে জানাগেছে। এদিকে মো.তরিকুল ইসলাম ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সোমবার দুপুরে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ দাস, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন