সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট প্রতাপপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০২:২৪ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রতাপপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৪ নারী আটক

ডেস্ক নিউজ ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

 

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) ২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের নিকট দিয়ে মানবপাচারকারীর সহায়তায় বাংলাদেশী নাগরিক ৪ নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় প্রতাপপুর বিওপি’র টহল দল কর্তৃক আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেরপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছাঃ রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছাঃ লাবনী আক্তার (৩৪), একই জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছাঃ রুমি আক্তার (২৬) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১)।

 

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়েরপূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন