সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিশু কন্যা হত্যার ১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিতা গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ণ
শিশু কন্যা হত্যার ১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিতা গ্রেফতার

মৌলভীবাজার  প্রতিনিধি:

নিজের শিশু কন্যাকে হত্যার হত্যার ১৩ বছর পর অবশেষে কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পিতা ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গত (১২ জুলাই) রাতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছাড় এর নেতৃত্বে পুলিশের একটি দল পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পাষ- এই পিতাকে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে নিজের স্ত্রীর সাথে রাগ করে ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশের ধলই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া। সেসময় শিশুর মা রবি বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার দীর্ঘ ১৩ বছর পর আদালত শিশু হত্যার অভিযোগে বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেশ প্রদান করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার পর থেকেই আসামী পলাতক ছিলেন। একেক সময় একেক স্থান পরিবর্তন করায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি।

তিনি আরও বলেন, একমাস আগে ওই ঘটনার মামলার রায়ে আদালত তাঁকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন