
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মুনতাহা গো
সরওয়ার ফারুকী::
মুনতাহা গো, তোমার মুখে
করলো আঘাত যারা
পশু তো নয়, তারও চেয়ে
অধিক খারাপ তারা।
তোমার চোখে মিটিমিটি
জ্বলতো তারার ঝাঁক
ঠোঁটের ফাঁকে ঝরতো গো মা
হাজার মধুর চাক।
কোথায় আছো, কার ঘরেতে
করছে আদর কারা,
হাত বুলিয়ে তোমার চোখে
ঘুম কী নামায় তারা?
কেউ কী আছে খেলার সাথী
কেউ কী আছে ভাই
অসীম-সাগর প্রশ্ন গো মা
জবাব জানা নাই।
দু জাহানের দরগাহে আজ
দু হাত তুলে কই,
মা গো আমার, মুনতাহা গো—
তোমার আশে রই।