সিলেট ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ অভিযান

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ণ
বিশ্বনাথে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ অভিযান

বিশ্বনাথ প্রতিনিধি::

বিশ্বনাথ পৌরসভার নতুনবাজার ও পুরানবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও সাথে ছিলেন।

দেখা যায়, বিশ্বনাথ নতুনবাজারে ধানহাটা থেকে মাছ বাজার পর্যন্ত অবৈধভাবে বসা কয়েকটি ভাসমান দোকানের তেরপাল দেয়া চাউনী ভেঙ্গে ফেলা হয় ও কিছু রশি কাটা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব তেরপাল ও কিছু সবজির কেরেটও জব্দ করা হয়। পাশাপাশি পুরানবাজারে রাস্তায় বসা কিছু দোকানকে সরিয়ে দেয়া হয়। শত বছরের পুরোনো ধানহাটা থেকে দ্রæত সকল স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু অবৈধ্যভাবে ভেঙের ছাতার মতো গড়ে উঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে কোন অ্যাকশন নেয়া হয়নি।

তবে এ অভিযানের মাধ্যমে অবৈধ্য স্থাপনার বিরুদ্ধে ব্যবসায়ীদের একটি সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের। তিনি বলেন, পৌরসভায় অবৈধ্য স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং তা কঠোরভাবে হবে। পৌরসভায় কোন অবৈধ্য স্থাপনা থাকবে না বলেও জানান তিনি।

বাসিয়া নদীর দুইপাড়ে দুইশতাধিক অবৈধ্য স্থাপনার বিষয়ে পৌর প্রশাসক বলেন, বাসিয়া নদীর পাড়ে স্থাপনা নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে। নির্দেশনা আসলেই নদীর দুইপাড় উদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করুন