সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে সীরাত সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৪:০০ অপরাহ্ণ
গোয়াইনঘাটে সীরাত সেমিনার ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়াইনঘাট::দারুস সুন্নাহ পাঠাগার আয়োজিত আদর্শ সমাজ গঠনে সীরাত অধ্যয়নের ভূমিকা শীর্ষক সেমিনার ও সীরাত প্রতিযোগিতা-২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১অক্টোবর) , বাদ জুহর আঙ্গারজুর আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

 

মুহাম্মদ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও আসরার আহমদ শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা হেলাল আহমদ।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা শামছুজ্জামান।

 

হাফিজ জুম্মান আহমদ এর তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক ছাত্র জাহাঙ্গীর আলম,গোয়াইনঘাট উপজেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন।

 

উল্লেখ্য রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সীরাত প্রতিযোগিতার বিজয়ী প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা তালামীযের সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মাহফুজ আহমদ, মাদ্রাসা শাখা তালামীযের সভাপতি রমজান,সহ সভাপতি হাফিজ জুনায়েদ, সেক্রেটারি ইমরান,প্রচার সম্পাদক মারুফ আহমদ, সহ প্রচার সম্পাদক মুজাক্কির হোসেন, সিদ্দিকুর রহমান আদনান, সদস্য রোমন, মুহসিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন