সিলেট ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ,আটক-৪

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ণ
ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ,আটক-৪

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগরে এবার ধরা পড়েছে ট্রাকসহ ২৮০ বস্তা ভারত থেকে অবৈধ পথে আনা চিনি। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য ধরা হয়েছে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা । চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে মঙ্গলবার ওসমানীনগর থানার এস.আই শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট- ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে মহাসড়কের ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসান এস.আই শফিকসহ একদল পুলিশ। ট্রাকাটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় মোতালেব মন্ডল (৩০) বিপ্লব হাসান(২০) আমিনুল ইসলাম(২৮) স্বরজিত মোহন চন্দ্র উরপে রিপন (৪০) কে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন