সিলেট ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের  সাধারণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ণ
তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের  সাধারণ সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ২টায় তামাবিল স্থল বন্দর এলাকায় আয়োজিত এই সাধারণ সভায়

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম বাচ্চু সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা আনোয়ার হোসেন জুবের, মনসুর আলী ভূঁইয়া, আন্তাজ মিয়া, জালাল উদ্দিন লিটন, ইব্রাহিম আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,ইউপি সদস্য ওমর ফারুক, তামাবিল স্থল বন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সদস্য ফরিদ মিয়া, শাহজাহান আহমেদ, শ্রমিক নেতা মোতালেব দেওয়ান, সিদ্দিক আলী, দাতা সদস্য ফরমান আলী, সদস্য মনির আহমেদ।

সভায় সংগঠনের আয়-ব্যয় সংক্রান্ত বার্ষিক হিসাব উপস্থাপন করা হয় এবং সংগঠনের উপদেষ্ঠা আনোয়ার হোসেন জুবের-কে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বিষয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন