সিলেট ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাপন্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১ টায় জৈন্তাপুর সদরে দৈনিক বাজার মনিটরিং এ আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী ।

এ সময় নিত্য প্রয়োজনীয় মুদি, ভূষি পন্যের বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন। এ সময় কোন কোন দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করা ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক করে দেন।

এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদ, ৮ নং ওয়ার্ডে সদস্য আখলাকুল আম্বিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ পরিদর্শক রাজিবুল হাসান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে রাখতে ও সিন্ডিকেট করে যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন