
শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা ২ ঘটিকায় দক্ষিণ ভাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
কর্মসূচির আওতায় ১৫টি মুসলিম পরিবার এবং ৫টি হিন্দু পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড ছাত্র জমিয়তের সভাপতি ইমরান আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা বুরহান উদ্দীন,শেওলা ইউপি ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মাওলানা ছালেহ আহমদ,ওয়ার্ড জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস,বিশিষ্ট সমাজসেবী জনাব লুতফুর রহমান,মসজিদ কমিটির অবসরপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রব,সদস্য জনাব মোখলেসুর রহমান, কমর উদ্দিন,সাবেক ছাত্র নেতা শাহাদত হোসেন।
অতিথি গণ ছাত্র জমিয়তের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও সেবামূলক ও সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও আরো উপস্থিতিছিলেন—ওয়ার্ড সহ সভাপতি এমদাদ,যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম,সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান,প্রচার সম্পাদক আলী হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আমজাদ, সাহিত্য সম্পাদক ছানি, পাঠাগার সম্পাদক সুফিয়ান, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদস্য রেদোয়ান ও মাহমুদ। বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 




















