সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ণ
ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস: আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শুক্রবার কম্বোডিয়ার নমপেনে তারা দ্বিতীয় জয়টি তুলে নিলো ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে।

 

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের এই ম্যাচে ম্যাকাওকে একাই ধসিয়ে দিয়েছেন ফয়সাল। করেছেন ৪ গোল।

 

৪০ মিনিটে ফয়সালের কল্যাণে গোলের খাতা খোলে বাংলাদেশ। তিনি বাকি ৩ গোল করেছেন ৭৮, ৮১ ও ৮৩ মিনিটে।

 

এছাড়া দুইটি গোল করেন মানিক। বাকি এক গোল করেন রিফাত।

 

এই জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

 

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন