
অনলাইন ডেস্ক :: দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।
তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।
বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ: ‘আর নষ্ট করার সময় আমাদের নেই’
ঢাকায় ভূমিকম্পের সময় বাসিন্দাদের অনেকে আতঙ্কে ঘর ছেড়ে সড়কে নেমে আসেন। অনেকে সড়কে দৌড়ে উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে চলে যেতে চাচ্ছিলেন।
পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।
Channel Jainta News 24 






















