সিলেট ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সমৃদ্ধ ইউনিয়ন গড়াতে চান বোয়ালজুর উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদ

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২৪, ০৪:৩২ অপরাহ্ণ
সমৃদ্ধ ইউনিয়ন গড়াতে চান বোয়ালজুর উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদ

বালাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

 

এম এ কাদির, বালাগঞ্জ::

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার ১২ জুলাই প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, দল মত নির্বিশেষে সর্বস্তরের জনতার অনুরোধে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি,কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রার্থী নই। আমি সাধারণ জনতার প্রার্থী। কৃষি ও মৎসনির্ভর ৫ হাজার ২শত ৭২ একর আয়তনের এই ইউনিয়নে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন চির অটুট। শিক্ষা প্রতিষ্ঠান, নদী-খাল ও হাওর-বাওরে সমৃদ্ধ এই এলাকা। এই ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে অত্যাধুনিক ইউনিয়ন বিনির্মাণ এবং স্বনির্ভর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছি।

তিনি আরো বলেন, আমার কিশোর বয়স থেকে একজন ফুটবলার হওয়ার সুবাদে ইউনিয়নের পথে- প্রান্তরে ঘুরে বেড়িয়েছি। ২০০৪ সালে ভয়াবহ বন্যার সময় ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে-ঘুরে গিয়েছি, সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসীর সামাজিক সমস্যা থেকে শুরু করে সব সময় সুখে-দুঃখে পাশে আছি। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা, মাটি ও মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক যুগ যুগান্তরের। সন্তান যেমন মাকে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি আমিও এই ইউনিয়নের মানুষের সাথে মিশে থাকতে চাই। তিনি বলেন, জীবনের শেষ বয়সে এসে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি এই ইউনিয়নের সাধারণ মানুষের একজন সেবক হয়ে কাজ করতে এসেছি। এই ইউনিয়নের মানুষ আমাকে পরম মমতায় আগলে রেখেছেন, আগামীতে ও তা অব্যাহত থাকবে বলে আমি দৃড়ভাবে বিশ্বাস করি ।

উল্লেখ্য : বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন।এতে বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ষোষনা করে নীতিমালা অনুযায়ী উপ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় তফসিল অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগামী ২৭ জুলাই ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও পরবর্তী সময়ে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। হাজী রফিক আহমদসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সংবাদটি শেয়ার করুন