
সিলেটে ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিকদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিসিকের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলটি নগরীর কানিশাইল খেয়াঘাট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লামাপাড়ায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মুল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সংগঠনের ৭নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি আনিছুর রহমান খান, ১৮নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন সালমান, বালুচর শাখার সভাপতি আব্দুল গনি, ২৫ নং ওয়ার্ড সভাপতি আছলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আজমল মিয়া, ২৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আজিবর, সুহেল আহমদ, খায়রুল ইসলাম, বাহার উদ্দিন, মোবারক আলী প্রমুখ। এছাড়াও মিছিল ও পথসভায় বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মালিক শ্রমিকদের ৭ দফা দাবি ও সিলেটে ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট প্রদান এবং ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে চলাচলের দাবী জানিয়ে বলেন, ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক বন্ধ থাকায় রিক্সা মালিক-শ্রমিকরা অনাহারে দিন যাপন করছেন। শ্রমিকদের খোঁজখবর কেউই রাখছেন না, এটা অত্যন্ত কষ্টদায়ক।
বক্তারা শ্রমিকদের ৭ দফা দাবী তুলে ধরে বলেন, ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট দিতে হবে। আটককৃত রিক্সা ছেড়ে দেওয়া ও রেকার বিল ১০০ টাকা করতে হবে। রিক্সা শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও রাত ৮টার পর রিক্সা ধরা বন্ধ করতে হবে। পুলিশের হয়রানি বন্ধ এবং গ্যারেজ থেকে খুলে নেওয়া বিদ্যুতের মিটার ফেরত দিতে হবে। বক্তারা উপরোক্ত দাবিগুলো মেনে নেওয়ার জন্য সিলেটের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন মহল সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
Channel Jainta News 24 




















