
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ইঞ্জিন চালিত নৌকাসহ মদের চালান আটক করেছে নৌ-পু্লিশ পুলিশের টহল টিম।বৃহস্পতিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রাম সংলগ্ন কাটাগাং নদীর দক্ষিণ তীর থেকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকায় বিভিন্ন জাতের ১২৮ বোতল ভারতীয় মদ আটক উদ্ধার করে জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের টহল টিম অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রামের সন্নিকটে কাটাগাং নদীর দক্ষিণ তীরে সন্দেহভাজন ইঞ্জিন নৌকা তল্লাশি করে মফ উদ্ধার করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে মো:শামিম মিয়া (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক শামীম কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নুরপুর (কাদিরপুর) গ্রামের আবুল হোসেনের পুত্র। জব্দকৃত মদ ৪৮ বোতল এসি ব্লাক,৩৯ বোতল ম্যাকডোনাল এবং ৪১ বোতল অফিসার চয়েজ মদ। উদ্ধারকৃত মদের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান,ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
Channel Jainta News 24 



















