ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সম্পদে ভরপুর হয়েও সিলেট-৪ আসনের জনগণ অবহেলিত: গোয়াইনঘাটে জামান

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৫ পড়া হয়েছে
৩৪

 

সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অফুরন্ত খনিজ সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও এখানকার মানুষ সবদিক দিয়ে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

বুধবার (১৯ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে অ্যাডভোকেট জামান বলেন, গত ১৭ বছর গোয়াইনঘাটে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রী কেবল নিজেদের আখের গুছিয়েছেন, সাধারণ মানুষের কল্যাণে কিছু করেননি। পাথরের রাজ্য হিসেবে পরিচিত এই তিন উপজেলায় রাস্তাঘাটের বেহাল দশা। এখানকার গ্যাস সারা দেশে ব্যবহৃত হলেও স্থানীয়রা বঞ্চিত। বালি ও পাথর লুট করে রাঘববোয়ালরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, অথচ প্রকৃত খেটে খাওয়া শ্রমিকরা লাভবান হয়নি। এই এলাকার মানুষকে কৃত্রিমভাবে গরিব বানিয়ে রাখা হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষাখাতের নাজুক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, তিন উপজেলার মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল নেই। সামান্য প্রেগন্যান্সি টেস্টের জন্যও গর্ভবতী নারীদের সিলেট শহরে যেতে হয়। এছাড়া এখানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষাক্ষেত্রেও এই জনপদ পিছিয়ে পড়েছে।

আগামীতে সুযোগ পেলে এই অঞ্চলের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তবে এই তিন উপজেলা হবে দেশের মধ্যে সবচেয়ে উন্নত। গত ৩০ বছর ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। আমার সাথে এখানকার মানুষের নাড়ির টান। সীমান্ত এলাকার উন্নয়নে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট জামান বলেন, দেশ এখন নির্বাচনমুখী এবং মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। বিএনপির ৩১ দফা হলো দেশের মানুষের মুক্তির সনদ। দল ক্ষমতায় গেলে আমাদের নেতা তারেক রহমান এই সনদ বাস্তবায়ন করবেন। তবে ফ্যাসিবাদী শক্তি ও স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

 

এর আগে বুধবার অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে মাদরাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি ফতেপুর বাজার ও মানিকগঞ্জ বাজার মসজিদে যথাক্রমে আসর ও মাগরিবের নামাজ আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

 

পরবর্তীতে তিনি ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী বাজারে প্রচারপত্র বিলি করেন এবং সবশেষে নিয়ানইন বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তাঁর সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেট পলিটেকনিকে সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ: নেতৃত্বে নাঈম ও ইনজামাম

Follow for More!

সম্পদে ভরপুর হয়েও সিলেট-৪ আসনের জনগণ অবহেলিত: গোয়াইনঘাটে জামান

প্রকাশিত: ০৪:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩৪

 

সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অফুরন্ত খনিজ সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও এখানকার মানুষ সবদিক দিয়ে পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

বুধবার (১৯ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিলি ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে অ্যাডভোকেট জামান বলেন, গত ১৭ বছর গোয়াইনঘাটে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রী কেবল নিজেদের আখের গুছিয়েছেন, সাধারণ মানুষের কল্যাণে কিছু করেননি। পাথরের রাজ্য হিসেবে পরিচিত এই তিন উপজেলায় রাস্তাঘাটের বেহাল দশা। এখানকার গ্যাস সারা দেশে ব্যবহৃত হলেও স্থানীয়রা বঞ্চিত। বালি ও পাথর লুট করে রাঘববোয়ালরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, অথচ প্রকৃত খেটে খাওয়া শ্রমিকরা লাভবান হয়নি। এই এলাকার মানুষকে কৃত্রিমভাবে গরিব বানিয়ে রাখা হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষাখাতের নাজুক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, তিন উপজেলার মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল নেই। সামান্য প্রেগন্যান্সি টেস্টের জন্যও গর্ভবতী নারীদের সিলেট শহরে যেতে হয়। এছাড়া এখানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষাক্ষেত্রেও এই জনপদ পিছিয়ে পড়েছে।

আগামীতে সুযোগ পেলে এই অঞ্চলের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তবে এই তিন উপজেলা হবে দেশের মধ্যে সবচেয়ে উন্নত। গত ৩০ বছর ধরে আমি এই জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। আমার সাথে এখানকার মানুষের নাড়ির টান। সীমান্ত এলাকার উন্নয়নে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট জামান বলেন, দেশ এখন নির্বাচনমুখী এবং মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। বিএনপির ৩১ দফা হলো দেশের মানুষের মুক্তির সনদ। দল ক্ষমতায় গেলে আমাদের নেতা তারেক রহমান এই সনদ বাস্তবায়ন করবেন। তবে ফ্যাসিবাদী শক্তি ও স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

 

এর আগে বুধবার অ্যাডভোকেট সামসুজ্জামান জামান গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে মাদরাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি ফতেপুর বাজার ও মানিকগঞ্জ বাজার মসজিদে যথাক্রমে আসর ও মাগরিবের নামাজ আদায় করে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

 

পরবর্তীতে তিনি ডৌবাড়ী ইউনিয়নের ডৌবাড়ী বাজারে প্রচারপত্র বিলি করেন এবং সবশেষে নিয়ানইন বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তাঁর সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।