
সিলেটের সীমান্ত জনপদের ঐতিহ্যবাহী জকিগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না। বুধবার তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।
এনামুল হক মুন্না এর আগে জকিগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার আকস্মিকভাবে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ব্যবসায়ী মহলে ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁকে ঘিরে নির্বাচনে আলোচনার নতুন মাত্র যোগ হয়েছে।
সাংবাদিক এনামুল হক মুন্না ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ভোটারগণকে টেলিভিশন প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় কাজ করতে চাই। আগের নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের পাশে ছিলাম। এবারও সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হবো বলে আশাবাদী।
Channel Jainta News 24 





















