
কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাট উপজেলা প্রশাসনের অভিযানে লোভাছড়া কোয়ারী থেকে বিনা অনুমতিতে পাথর সরবরাহ করার দায়ে সরবরাহকৃত পাথর জব্দ ও ১টি ট্রাক্টরের ইঞ্জিন ও পাথর ভাঙ্গার ১টি ক্রাশার মেশিন বিকল করা হয়।জানা যায়,অবৈধ ভাবে পাথর সরবরাহ রোধে সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।বুধবার বিকাল ৪ টায় উপজেলার লোভারমুখ বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে পাথর বাহী ট্রাক্টরের ইঞ্জিন বিকল করে পাথর জব্দ করা হয়,এছাড়ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর এলাকায় ৫০০ ফুট পাথর জব্দ করে সংশ্লিষ্ট ইউপি সদস্য মুজির উদ্দিনের জিম্মায় রাখা হয়।অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান,বিএমডির চিঠি পাওয়ার পর থেকে লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত পাথর অপসারণ ও পরিবহন বন্দে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি রেখেছে।কেউ চোরাই ভাবে গোপনে নেওয়ার চেষ্টা করলে অভিযান পরিচালনা করা হচ্ছে।পাথর সরবরাহের খবর পেয়েই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
Channel Jainta News 24 



















